তারাপীঠের অলৌকিক জীবিত কুন্ড,মাহাত্ম্য জানলে চমকে উঠবেন

দ্য উইন্ড ডিজিটাল ডেস্ক :পৃথিবীতে কত কিছু না ঘটে, বুদ্ধিতে যার ব্যাখ্যা মেলেনা। তারাপীঠ নিয়েও এমন অজস্র কাহিনি ছড়িয়ে আছে। কথিত আছে জয় দত্ত নামে এক বণিক নৌকা নিয়ে দ্বারকা নদী পার হচ্ছিলেন। সেই সময় তারাপীঠের কাছে নৌকা থামিয়েছিলেন। নোঙর করা নৌকায় বিষধর সাপের ছোবলে মৃত্যু হয় জয় দত্তের ছেলের। বণিক স্বাভাবিক ভাবেই ছেলের মৃত্যুশোকে কাতর হয়ে পড়েন।

বণিকেরর লোকলস্কররা সেই সময় রান্নার তোড়জোড় করছিল। তার শোল মাছ কেটে সামনের একটি পুকুরে ধুতে যায়। কিন্তু পুকুরের জল মাছের গায় ঠেকতেই মাছটি জীবন্ত হয়ে ফের পুকুরের জলে ফিরে যায়। গোটা ঘটনায় হতবাক হয়ে যায় বণিকের লোকজনরা। তাঁরা এসে পুরো বিষয়টি জানায় বণিককে। বণিক তৎক্ষনাৎ ছেলের মৃতদেহ নিয়ে যান ওই পুকুরের পাড়ে। ছিটিয়ে দেন পুকুরের জল। বেঁচে ওঠে বণিকের ছেলে।

এই ঘটনা লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ায় সেখানে ভক্তদের ভিড় জমতে থাকে। সেই পুকুর এখন তারাপীঠের জীবিত কুণ্ড নামে বিখ্যাত।

সেই রাতেই জয় দত্তকে স্বপ্নে দেখা দেন দেবী। ওই দিন ছিল শুক্লা চতুর্দশী। স্বপ্নাদেশ পেয়ে তারা মায়ের পুজো শুরু করেন ওই বণিক।

0
0

Leave a Comment