মলয় দেবনাথ আলিপুরদুয়ার:চূড়ান্ত সাফল্য রাজাভাতখাওয়া শকুন প্রজনন কেন্দ্রের। এই কেন্দ্র থেকে মুক্তিপ্রাপ্ত একটি শকুনের থেকে জন্ম নিয়েছে হোয়াইট ব্যাকড শকুন শাবক।রাজাভাতখাওয়া জঙ্গলের ভেতরে শকুনটির জন্ম হয়েছে বলে বনদফতর সূত্রে খবর।বক্সা ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকরা মনে করছেন এই শকুন প্রজনন কার্যক্রম পরবর্তীতে ব্যাপক সাড়া ফেলবে।
N3 এবং P6 নামে বন্দী প্রজনন করা সাদা-ব্যাকড শকুন, ২০২৩ সালের নভেম্বরে সফলভাবে একটি বাসা তৈরি করে।এরপর জন্ম হয় শকুন শাবকের।
রাজাভাতখাওয়া শকুন সংরক্ষণ ও প্রজনন কেন্দ্র গত তিন বছরে স্যাটেলাইট ডেটার সাহায্যে মুক্তিপ্রাপ্ত শকুনদের জন্য সক্রিয় পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে ৩১টি হোয়াইট ব্যাকড শকুনকে বনে ছেড়ে দিয়েছে। এরপরেই প্রজননের খবর সামনে আসতে উচ্ছসিত বনকর্মী ও আধিকারিকরা।