জানেন কী প্রতি মঙ্গলবার হনুমান চালিশা পাঠ করলে কীভাবে সঙ্কটমুক্তি হয়

দ্য উইন্ড ডিজিটাল ডেস্ক : জীবনে নানা সমস্যায় জর্জরিত, ভেবে পাচ্ছেননা কী ভাবে রেহাই পাবেন। এই প্রতিবেদনে আমরা আপনাকে সেই দিশাই দেখাবো। আজ হলো মঙ্গলবার, জীবনে সাফল্য পেতে গেলে আপনাকে প্রতিটি মঙ্গলবার একটি কাজ করতে হবে। প্রতি মঙ্গলবার হনুমান চালিশা পাঠ করুন। যদি প্রতি মঙ্গলবার আপনি হনুমানের পুজো করেন এবং হনুমান চালিশা পাঠ করেন তাহলে জীবনের একাধিক সমস্যা দূর হয়ে যাবে।

মিথ বলে তুলসীদাস যখন কারাগারে বন্দী তখন সেখানে হটাৎ করেই তিনি একটি হনুমান চালিশা পান। কারাগার থেকে হনুমান চালিশা গেয়েছিলেন তিনি। যেখানে তাঁকে ৪০ দিন রাখা হয়েছিল এবং তিনি ৪০ টি চৌপাই মন্ত্র পাঠ করেছিলেন।প্রতিদিন সকালে হনুমান চালিশা পাঠ করলে মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যায়। এটি আপনার মনকে আরও স্বাচ্ছন্দ্য বোধ করতে সহায়তা করে। মেটে সিঁদুর আর লাড্ডু দিয়ে হনুমানজির আরাধনা করুন। সামনে জ্বালবেন ঘিয়ের প্রদীপ।

0
0

Leave a Comment