মুম্বই: তপন সিংহ র গল্প হলেও সত্যি মনে আছে ? রবি ঘোষের অভিনয় ?
বা ঋষিকেশ মুখোপাধ্যায় এর ‘ বাবুর্চি ‘ ? রাজেশ খান্না, জয়া বচ্চন অভিনীত সেই ছবির রিমেক হচ্ছে । ঘোষণাও হয়ে গেছে সাড়ম্বরে। ১৯৭২ এর ওই ক্লাসিক ছবির রিমেক করছেন পরিচালক অনুশ্রী মেহতা।
” মিলি “, ” বাবুর্চি ” আর গুলজার এর ” কশিশ ” এই তিনটি নিয়েই প্রযোজকরা প্রস্তাব দিয়েছিলেন , শেষমেশ ” বাবুর্চির ” রিমেক করারই সিদ্ধান্ত নিয়েছেন অনুশ্রী।
অভিনয় কারা করবেন না চলতি কোথায় কাস্টিং এর কাজও শুরু হয়ে গিয়েছে। ২০২৪ এই ছবি মুক্তি পাচ্ছে বলে জানানো হয়েছে।