অনেক তো হলো ! এবার ‘ বোল্ড ‘ ভূমিকা চান দিয়া মির্জা

দিয়া মির্জা আবার শিরোনামে ফিরতে চান । তার জন্য নিজেকে বদলাতে বা ধরুন আরও ‘বোল্ড ‘ হতেও আপত্তি নেই তার ! বলিউডে প্রায় দুই দশক পার করেছেন দিয়া মির্জা। এখনও নানা ধরনের চরিত্রে ক্রমাগত নিজেকে অন্বেষণ করে চলেছেন এই বলিউড অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে দিয়া ফাঁস করেছেন, অভিনয়ের কোনও ব্যাকরণই তিনি জানতেন না। এই ফিল্মি ভ্রমণ তাঁকে সবকিছু শিখিয়েছে।

ক্যারিয়ারের প্রথম ছবি ‘রেহনা হ্যায় তেরে দিল মে’ দিয়ে সবার নজর কেড়েছিলেন দিয়া। তাঁকে শেষ পর্দায় দেখা গেছে ধক ধক ছবিতে। এই ছবিতে তাঁর অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে। শুধু তা–ই নয়, ছবিটিতে দুরন্ত গতিতে বাইক চালাতে দেখা গেছে দিয়াকে। অকপট দিয়া বলেন, ‘আমি সিনেমায় যখন এসেছিলাম, অভিনয়ের ব্যাপারে কিছুই জানতাম না। আমার কোনো রকম প্রস্তুতিও ছিল না। কাজ করতে করতে সবকিছু শিখেছি। ক্যারিয়ারের প্রথম ৮-১০ বছর আমি কোনো রকম ভয় ছাড়াই নিজের ছবি নির্বাচন করতাম। কিন্তু নিজেকে কীভাবে প্রমাণ করব, জানতাম না। এখন আমার পছন্দের ছবি আমার অভিনেত্রী সত্তাকে বর্ণনা করে।’
দিয়ার গুসসা,” সবচেয়ে অপছন্দের, হলো এই পেশায় প্রতিদিন ভুয়ো খবরের সঙ্গে যুদ্ধ করতে হয়, যা আমি একদমই উপভোগ করি না। ”

0
0

Leave a Comment