দ্য উইন্ড ডিজিটাল ডেস্ক : বাংলা চলচ্চিত্রের এভারগ্রীন নায়ক সৌমিত্র চট্টোপাধ্যায় ১৯৩৫ সালের ১৯ জানুয়ারি আজকের দিনে জন্মগ্রহণ করেন নদিয়া জেলার কৃষ্ণনগরে।৬০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ৪ শতাধিক ছবিতে অভিনয় করেছেন সৌমিত্র। তিনি ছিলেন একই সঙ্গে অভিনেতা, নাট্যকার, বাচিকশিল্পী ও কবি।
কলেজ জীবনে অহীন্দ্র চৌধুরী ও পরে নাট্যাচার্য শিশিরকুমার ভাদুড়ীর সান্নিধ্যে এসে অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার ব্যাপারে সৌমিত্র মনস্থির করে নিয়েছিলেন। তার আগে আকাশবাণীতে ঘোষকের ভূমিকাও পালন করেছেন দক্ষতার সঙ্গে।
তিনি আসলে বাঙালির আদি-অকৃত্রিম কালচারাল আইকন । বাংলা ছবির যে কোনও আলোচনা এই নামটুকুকে বাদ রেখে হতেই পারে না ৷ কখনও তিনি উদয়ন পণ্ডিত, কখনও তিনি ফেলুদা, তিনিই বাঙালির অপু। আবার কখনও ক্ষিতদা হয়ে বাঙালির মনন এবং জীবনের সঙ্গে তিনি অঙ্গাঙ্গি হয়ে জড়িয়ে গিয়েছেন।
বাবা ছিলেন আইনজীবী ৷ কৃষ্ণনগরের সেন্ট জন্স বিদ্যালয় থেকেই পড়াশোনা শুরু করেছিলেন এই অভিনেতা ৷ এরপর তিনি চলে আসেন হাওড়া জেলা স্কুলে ৷ আর তারপর কলকাতা সিটি কলেজ থেকে পাশ করেন তিনি এই প্রবাদপ্রতিম অভিনেতার শুভ জন্মদিনে দ্য উইন্ড এর পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা।