মুর্শিদাবাদ: সামনেই লোকসভা নির্বাচন। হাতে গোনা আর কটাদিন বাকি। নির্বাচনে বিজ্ঞপ্তি ঘোষণা হয়ে গেলে পুলিশ-প্রশাসনের উপর নিয়ন্ত্রণ জাতীয় নির্বাচন কমিশনের হাতে চলে যাবে। তার আগে মুর্শিদাবাদ জেলা সহ রাজ্যে ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল করল নবান্ন। ৭৯ জন পুলিশ আধিকারিকের বদলির নির্দেশ জারি হয়েছে।
আরও পড়ুন: রাস্তার কুকুরের তাড়া খেয়ে প্রাণটাই চলে গেল পুলিশ অফিসারের!
এই প্রথম
মুর্শিদাবাদ
পুলিশ জেলার অধীনে ভরতপুর এসডিপিও পদ তৈরি করা হয়েছে। সেখানে হুগলির অতিরিক্ত পুলিশ সুপার (শিক্ষানবিশ) আইপিএস শুভম বাজাজকে পোস্টিং দেওয়া হয়েছে। নবান্নের তরফে একটি নির্দেশিকাতে জানানো হয়েছে মুর্শিদাবাদ জেলায় সাতজন আইপিএস, ডব্লুবিপিএস বদলির নির্দেশ এসেছে নবান্ন থেকে। মুর্শিদাবাদের লালবাগের অতিরিক্ত পুলিশ সুপার অসীম খান বদলি হলেন রায়গঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার পদে। জঙ্গিপুর পুলিশ জেলার ফরাক্কার এসডিপিও রাশপ্রীত সিংকে ওই পদের দায়িত্বে আনা হয়েছে। বেলডাঙার এসডিপিও সন্দীপ গড়াইয়ের পদোন্নতি হয়ে তিনি কোচবিহারের মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার পদে বদলি হয়েছেন। কান্দির এসডিপিও মাজিদ ইকবাল খানেরও পদোন্নতি হয়েছে। তাঁকে অবশ্য মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) পদে দায়িত্ব দেওয়া হয়েছে। ওই পদে ছিলেন আইপিএস সুবিমল পাল। তাঁকে কিছুদিন আগেই হাওড়ার পুলিশ কমিশনারেটে বদলি করা হয়েছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
একইসঙ্গে মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) পদে পাপিয়া সুলতানার বদলির পর ওই পদ ফাঁকাই ছিল। এদিন দেগঙ্গার এসডিপিও সৌম্যজিৎ বরুয়াকে ওই পদের দায়িত্ব দেওয়া হয়েছে। সৌম্যজিতের মত ভগবানগোলার এসডিপিও সমীর আহমেদেরও পদোন্নতি হয়েছে। তাঁকে অতিরিক্ত পুলিশ সুপার পদে জলপাইগুড়িতে যাওয়ার নির্দেশ এসেছে। মুর্শিদাবাদের আরেক শিক্ষানবিশ আইপিএস সস্রেক আম্বরদাকে কান্দির এসডিপিও পদে বদলি করা হয়েছে।
কৌশিক অধিকারী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।