যোগব্যায়াম প্রশিক্ষণের চল বাড়ছে সুন্দরবনের প্রত্যন্ত এলাকাতে

উত্তর ২৪ পরগনা: আর শহর কলকাতা নয়, এবার প্রত্যন্ত এলাকাগুলিও শরীর-স্বাস্থ্য নিয়ে সচেতন হচ্ছে। ফলে সুন্দরবনের প্রত্যন্ত এলাকাগুলিতেও যোগব্যায়াম প্রশিক্ষণের প্রবণতা বাড়ছে। যোগাসন মনকে শান্ত ও সংহত করে এবং শরীরকে সুস্থ রাখে। যারা নিয়মিত যোগব্যায়াম করে তারা সব কাজেই মনোনিবেশ করতে পারে এবং সাফল্যের পথের সহজে এগিয়ে যায়। বৈদিক জ্যোতিষের সঙ্গেও যোগাসনের সম্পর্ক রয়েছে।

আরও পড়ুন: ভয়াবহ কাণ্ড জাতীয় সড়কে, চালকের ভুলে ভয়ঙ্কর বিপদে যাত্রীবাহী বাস

উত্তর ২৪ পরগনা
জেলার বসিরহাট মহাকুমার শহরতলির পাশাপাশি প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েদের মধ্যে যোগা শেখার প্রবণতা বেড়েছে। এদিন বসিরহাট মহাকুমার সুন্দরবন এলাকার হাড়োয়া, মিনাখাঁ, সন্দেশখালি সহ বিভিন্ন এলাকার ছেলেমেয়েদের উপস্থিতি দেখা যায়। আজকাল অভিভাবকরাই সন্তানদের যোগ প্রশিক্ষণে উৎসাহিত করছেন। অনেক ছেলেমেয়ে আবার যোগাকে খেলাধুলোর অংশ হিসেবেও বেছে নিচ্ছে। সমাজ, পরিস্থিতি ও মানসিক সমস্যার কারণে যোগা শিখতে আসেন অনেকে। বিষয়টির গুরুত্ব বুঝে বর্তমানে অনেক স্কুলেও যোগার পাঠ দেওয়া শুরু হয়েছে।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

অনেক অভিভাবকরা ছেলেমেয়েদের যোগা শেখানোর জন্য উদ্যোগী হচ্ছেন। পাশাপাশি ছেলে মেয়েদের মধ্যেও একই উদ্যোগ দেখা যাচ্ছে। সব মিলিয়ে শহরের পাশাপাশি গ্রামের মানুষও এখন জোগাড় গুরুত্ব বুঝেছে। সব মিলিয়ে সর্বত্রই যেন স্বাস্থ্য সচেতনতার এক সুন্দর ছবি চোখে পড়ছে।

জুলফিকার মোল্লা

নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।

Source link

0
0

Leave a Comment