মধ্যমগ্রাম: নিজের স্ত্রীকে হত্যা করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রামে। অভিযোগ, স্ত্রীকে হত্যা করে ১৮ টুকরো করেছে অভিযুক্ত স্বামী। ৭ দিন পর গঙ্গানগর খাল থেকে মৃতা মহিলার দেহের একাংশ উদ্ধার করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ।
পুলিশের দাবি, নিজের স্ত্রীকে টুকরো টুকরো করে খালের জলে ফেলে দিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে মহিলার স্বামী। নুরউদ্দিন মণ্ডল নামে ৫৫ বছর বয়সী ব্যক্তি এখন বারাসত হাসপাতালে ভর্তি।
দিন কয়েক আগে তাঁর স্ত্রী নিখোঁজ বলে মধ্যমগ্রাম থানায় ডায়েরি করেছিল নুরুদ্দিন মন্ডল। তারপর পুলিশ তদন্ত করতে গিয়ে জানতে পারে পাশের খালেই কুপিয়ে ফেলে দিয়েছে স্বামী নিজেই। মধ্যমগ্রাম থানার রোহান্ডার খালের ভেতর থেকে পুলিশ ওই মৃত মহিলার বেশ খানিকটা দেহের অংশ উদ্ধার করেছে। নুরউদ্দিন মণ্ডল হাসপাতালে ভর্তি থাকার কারণে নজরবন্দি অবস্থায় রয়েছে বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে।
ঘটনা সম্পর্কে মৃতার মেয়ের দাবি, “আমার বাবা এবং মায়ের মধ্যে প্রায়ই বিবাদ লেগে থাকত। সম্প্রতি একটি জমি কেনা ঘিরে বিবাদ চরমে ওঠে। কিন্তু হঠাৎ করে মায়ের খোঁজ পাচ্ছিলাম না। মা কোথাও গেলে ফোন নিয়ে যেত। কিন্তু তখন দেখলাম বাবা মায়ের ফোন নিয়ে এসে বলল ফোনটা সুইচ অফ করে দিতে। কারণ জিজ্ঞাসা করাতে বাবা বলল মা ফোন নিয়ে যেতে ভুলে গিয়েছে। কিন্তু ফোন ধরতেই দেখলাম রক্ত। তারপরেই আমার সন্দেহ হতে লাগল। এর পরেই বিষয়টি আমার স্বামীকে বলি।”
আরও পড়ুন,
লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা নিয়ে বড় ঘোষণা মমতার! বাড়ি বাড়ি জল কবে থেকে? বলে দিলেন মুখ্যমন্ত্রী
আরও পড়ুন,
‘আমার রক্ত থাকতে দক্ষিণেশ্বর স্কাইওয়াক ভাঙতে দেব না’ রেলের বিরুদ্ধে তোপ মমতার
তিনি বলেন, “তারপরে আমি আমার স্বামীকে নিয়ে থানায় যাই। সেখানে বাবাকেও নিয়ে যাই। সেখানে নিখোঁজ ডায়েরি করি। কিন্তু বাবার কথাবার্তায় বিরাট পরিবর্তন এসেছিল। আমার স্বামীও বিষয়টা বুঝতে পেরেছিল। পরে পুলিশ আসার পরে আমার বাবা গায়েব হয়ে যায়। পরে একটা নম্বর থেকে ফোন আসে। সেখানে কথা বলার পরে আমার স্বামী কয়েকজনকে নিয়ে যায়, দেখে আমার বাবা অসুস্থ হয়ে আছে।”
রান্নাঘরের এই মশলা কোলেস্টেরল এবং ডায়াবেটিস কমায়
মৃতার মেয়ের দাবি, “বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে খুনের কথা বলে। আমাকে জানিয়েছে মাকে হত্যা করে একটি গাড়িতে দেহের টুকরোগুলো ফেলে দিয়েছি। আমার মাসিকে আবার উল্টো কথা বলেছে। সেখানে বলেছে গলা কেটে খালে দেহ ফেলে দিয়েছে। আমার ছোট দাদাকেও আবার অন্য কথা বলেছে। এক একজনকে একেক রকম কথা বলেছে আমার বাবা। বলছে আমি হাট থেকে ছুরি কিনে নিয়ে এসেছিলাম। এটা সত্যি। আমি নিজে দেখেছিলাম কয়েকদিন আগে ছুরি কিনে নিয়ে এসেছিলাম। যদিও ওই ছুরিটা এখনও পাওয়া যায়নি। যেদিন খুন হয়েছে সেদিন আমাদের বাড়ির এখানে পিকনিক চলছিল। ফলে পিকনিকে যারা ছিল, তাদের উপরও আমার সন্দেহ রয়েছে।”
জিয়াউল আলম
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।