সম্পর্কিত খবর
দক্ষিণ ২৪ পরগনা: গঙ্গাসাগর মেলা শেষে এখন ভক্তদের স্রোত রামমন্দির অভিমুখে। এবছর গঙ্গাসাগর মেলায় প্রায় ১ কোটি পূণ্যার্থী এসেছিলেন। তাদের অধিকাংশই এখন যাবেন অযোধ্যাতে।এবছর সাগরমেলার বিভিন্ন জায়গায় কান পাতলেই শোনা গিয়েছে
অযোধ্যার রাম মন্দিররে
র গল্প। সাগরমেলায় একটি আলাদা পরিবেশ তৈরি হয়েছে। পূণ্যার্থীদের মুখে শোনা গিয়েছে রাম নাম।কপিলমুনি আশ্রমের সামনেও উঠেছে জয়ধ্বনি।
অযোধ্যা রাম মন্দির উদ্বোধন লাইভ কভারেজ
।
Ayodhya Ram Mandir Inauguration LIVE Updates
আরও পড়ুন: পবিত্র গঙ্গাসাগরে একটা ডুব, মনের ইচ্ছাপূরণে নাতির কাঁধই ভরসা, ভক্তির অনবদ্য ছবি
গঙ্গাস্নান সেরে এখন সবার অভিমুখ উত্তরে। শুধু পূণ্যার্থী নয় অযোধ্যা যাবেন সাধু-সন্তরাও। সেখানে রামমন্দিরের উদ্বোধনের দৃশ্য স্বচক্ষে দেখবেন তাঁরা। ইতিমধ্যে
অযোধ্যায় রাম মন্দির
উদ্বোধনের জন্য নিমন্ত্রণ পত্র পৌঁছে গিয়েছে তাঁদের কাছে। এই নিমন্ত্রণ পত্র পেয়ে সাগরমেলায় আসা সাধুরা খুবই খুশি। এবছরের গঙ্গাসাগর শুধু একা কপিলমুনির নয়, এবছরের মেলা ভগবান শ্রী রামেরও। ভগবান শ্রী রাম এখন এক আবেগের নাম। আর এই আবেগে ভেসেছে সাগরমেলাও। সেজন্য দলবেঁধে এবার উত্তরে পাড়ি দিচ্ছেন পূণ্যার্থীরা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
তাঁদের সেই যাত্রা সকলের জন্য আশীর্বাদ হয়ে ঝড়ে পড়ুক ধরিত্রীতে সেটাই এখন চান সকলে।
নবাব মল্লিক
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
- First Published :