Commuters grinding fruit of over rate wire on Sealdah South Branch Lakshikantpur line – News18 বাংলা

দক্ষিণ ২৪ পরগনা: সপ্তাহের দ্বিতীয় দিনে শিয়ালদহ দক্ষিণ শাখায় লক্ষ্মীকান্তপুর লাইনে রেল বিভ্রাটে নাজেহাল নিত্যযাত্রীরা। মঙ্গলবার বিকাল চারটে নাগাদ শিয়ালদহ দক্ষিণ শাখায় নামখানা সেকশনের ডাউন লাইনে দক্ষিণ বারাসত ও জয়নগরের মধ্যে ওভারহেড তার ছিড়ে যাওয়ার কারণে ডাউন ট্রেন বন্ধ হয়ে যায়।

শিয়ালদহ থেকে তিনটে পনের নাগাদ ডাউন লক্ষীকান্তপুর লোকাল দক্ষিণ বারাসতে এসে আটকে যায়।এরপর রেলের টাওয়ার ভ্যান ঘটনাস্থলে পৌঁছে মেরামতির কাজ শুরু করলে বিকাল সাড়ে পাঁচটা নাগাদ ডাউন ট্রেন চলাচল শুরু হয়। সপ্তাহে দ্বিতীয় দিনে হঠাৎই এ ভাবে রেল বিভ্রাট হওয়ায় সমস্যায় পড়েন কলেজ ও অফিস ফিরতি যাত্রীরা।

শহরে রঙের মেলা!


শহরে রঙের মেলা!

তবে মেরামতির কাজ করা হলেও ট্রেন চলাচল এখনও পর্যন্ত স্বাভাবিক হয়নি। বেশ কয়েকটি ট্রেন  মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকার ফলে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয় । এক দিকে যেমন স্কুল কলেজ অফিস যাত্রী ফিরছেন, অন্য দিকে গঙ্গাসাগর মেলা যাত্রীরাও ফিরছেন{ সব মিলিয়ে এই সময়ে বিভ্রাটদের জেরে নাকাল হয়ে পড়েছে নিত্যযাত্রীরা।

সুমন সাহা

নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।

  • First Published :

Source link

0
0

Leave a Comment