বিজেপির মিছিলের পিছনে বাইক নিয়ে ওরা আবার কারা? তুমুল চাঞ্চল্য বহরমপুরে – News18 বাংলা

বহরমপুর: বহরমপুর ও জঙ্গিপুর সাংগঠনিক জেলার পরে এবার মুর্শিদাবাদ সাংগঠনিক জেলাতে পা দিলেন বিজেপি রাজ্য সভাপতি ড: সুকান্ত মজুমদার। মঙ্গলবার দুপুরে মুর্শিদাবাদ বিজেপির সাংগঠনিক জেলার অন্তর্গত জিয়াগঞ্জে পদযাত্রাতে সামিল হলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন বিজেপির বিধায়ক গৌরীশংকর ঘোষ সহ স্থানীয় বিজেপির নেতৃত্ববৃন্দরা।

কয়েক হাজার দলীয় কর্মী ও সমর্থকদেরকে সঙ্গে নিয়ে জিয়াগঞ্জের মাটিতে মিছিলে সামিল হয় বিজেপি। আর বিজেপির মিছিলের পিছনে তৃণমূলের বাইক র‍্যালিকে ঘিরে টানটান উত্তেজনা জিয়াগঞ্জে। লোকসভা নির্বাচনের আগে দলীয় কর্মীদের চাঙ্গা করতে মঙ্গলবার মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে পদযাত্রা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। জিয়াগঞ্জের ফুলতলায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মূর্তিতে মাল্যদান করে দলীয় নেতা কর্মী সমর্থকদের নিয়ে জিয়াগঞ্জের ফুলতলা থেকে বাগডহরা ও বাহাদুরপুর পর্যন্ত পদযাত্রা করেন তিনি।

আরও পড়ুন, 
লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা নিয়ে বড় ঘোষণা মমতার! বাড়ি বাড়ি জল কবে থেকে? বলে দিলেন মুখ্যমন্ত্রী

আরও পড়ুন,   
‘আমার রক্ত থাকতে দক্ষিণেশ্বর স্কাইওয়াক ভাঙতে দেব না’ রেলের বিরুদ্ধে তোপ মমতার

সঙ্গে ছিলেন মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরা। তবে একই রাস্তায় বিজেপির বিশাল মিছিলের পিছনেই দেখা যায় তৃণমূল কংগ্রেসের বাইক র‍্যালি। দুই দলের মিছিলের জেরে রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

রান্নাঘরের এই মশলা কোলেস্টেরল এবং ডায়াবেটিস কমায়


রান্নাঘরের এই মশলা কোলেস্টেরল এবং ডায়াবেটিস কমায়

মুর্শিদাবাদের বিজেপির বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ বলেন, “ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করতেই তৃণমূল বাইক র‍্যালী করেছে। আর পুলিশ তাদের মদত দিয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, পুলিশ প্রশাসন তৃণমূলের হয়ে দালালি করে। আর যে সব পুলিশ আধিকারিকরা তৃণমূলের হয়ে দালালি করে লোকসভা ভোটের সময় তাদের সবাইকে বদলি করার ব্যবস্থা করব।”

নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।

Source link

0
0

Leave a Comment