গঙ্গাসাগর: দ্বিতীয় বিয়ের লোভে স্ত্রীকে সাগরের ভিড়ে ছেড়ে পালালেন স্বামী। এদিকে এই ঘটনার পর উপায়ন্তর না পেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন ওই মহিলা। পরে হ্যাম রেডিওর সহযোগিতায় ওই মহিলাকে উদ্ধার করা হয়।
এ বছর গঙ্গাসাগর মেলায় প্রায় ১ কোটি পূণ্যার্থী এসেছিলেন। এই খবর পেয়ে মনে মনে ছক কষেছিলেন বিহারের পশ্চিম নওয়াদা জেলার এক বাসিন্দা। যেমন ভাবা তেমন কাজ ভিড়ের মধ্যে স্ত্রীকে ছেড়ে পালিয়ে যান তিনি। এ দিকে নামখানা পয়েন্টে কিছু স্থানীয় বাসিন্দা খবর দেয় এক মহিলা ইতস্তত ভাবে ঘোরাঘুরি করছেন, যার উদ্দেশ্য স্পষ্ট করে বোঝা যাচ্ছে না৷
খবর পেয়েই নামখানা পয়েন্টের হ্যাম রেডিওর পয়েন্ট ইনচার্জ হীরক সিনহা যোগাযোগ করেন অভ্র মালাকার ও সুব্রত মান্নার সঙ্গে। পরে রেড-ক্রস সোসাইটি ও হ্যাম রেডিওর কর্মীদের সহযোগিতায় ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ওই মহিলা জানান, কেন তাঁর স্বামী তাঁকে ফেলে পালালেন তা বুঝতে অসুবিধা হয়নি।
ঘুমনোর সময় মাথা কোন দিকে রাখা উচিত, জ্যোতিষ কী বলে?
তিনি আরও জানান, তিনি সাগর মেলায় আসতে চাননি। তবু তাঁর স্বামী জোর করে তাঁকে নিয়ে এসেছিল। কোনও রকম টাকা পয়সা, ও কাপড় জামা ছাড়াই তাঁকে ফেলে রেখে পালান তাঁর স্বামী। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যাচ্ছে হ্যাম রেডিও-র উদ্যোগে ওই বধূকে তাঁর পরিজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।
নবাব মল্লিক
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।