বীরভূম : ৫০০ বছর ধরে মানতের জন্য হাতে করে মাটি তুলতে তুলতে হয়ে গিয়েছে আস্ত একটি পুকুর! সেই পুকুরের পাড়ে আয়োজিত হয় ব্রহ্মদৈত্য মেলা। প্রায় ৫০০ বছরের পুরানো প্রথা মেনে আজও পুকুর থেকে মাটি তুলে মাথায় করে নিয়ে গিয়ে বট গাছের গোড়ায় মাটি দেন পুণ্যার্থীরা। মূলত এই বিশেষ দিনেই অর্থাৎ পয়লা মাঘে এখানে মনস্কামনা পূরণের লক্ষ্যে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন বট গাছের তলায় মাটি দিতে।
এলাকার মানুষের দাবি, এই ভাবেই হাতে করে মাটি তুলতে তুলতে সেখানে একটি পুকুরের সৃষ্টি হয়েছে। যদিও সরকারিভাবে পুকুরটিকে সংস্কার করা হয় গভীরতা বৃদ্ধির লক্ষ্যে। আর এই পুকুরকেই এলাকাবাসী থেকে শুরু করে আগত পুন্যর্থীদের সকলেই মনস্কামনা পূরণের পুকুর বলেই জানেন। কেউ দু এক বছর, আবার কেউ প্রতিবছর এই ব্রহ্মদৈত্য আরাধনার জন্য উপস্থিত হয়ে থাকেন এখানে। এবং পুণ্যার্থীদের প্রত্যেকেই পুকুরপাড় থেকে মাটি তুলে মাথায় করে নিয়ে গিয়ে বট গাছের নিচে সমর্পণ করেন শতাব্দীর প্রাচীন এই প্রথা মেনে।
আরও পড়ুন :
রাম মন্দির উদ্বোধনের আগেই স্বপ্ন পূরণ! অযোধ্যায় প্রদীপ জ্বালিয়ে ফিরলেন বাড়ি
আর এই ব্রহ্মদৈত্য আরাধনাকে কেন্দ্র করেই এই বট গাছের নিচে একটি একদিনের মেলা বসে। রাত দশটা পর্যন্ত এ মেলা চলে। এলাকাবাসীর দাবি, বছরের এই বিশেষ দিন ছাড়া এই বটতলায় রাত্রে কেউ আসেন না। বেশ কয়েকজন বিগত দিনে থাকার চেষ্টা করলেও অলৌকিক ঘটনার কারণে তারা থাকতে পারেননি। তবে বিশেষ এই দিন অর্থাৎ মাঘ মাসের প্রথম দিনেই শুধু রাত্রে এখানে জনসমাগম দেখা যায়।
News18বাংলা
এই মেলাতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ ভিড় জমান এদিন। প্রতিবছর এই মেলার আয়োজন করা হয় বীরভূমের সদর শহর সিউড়ি এক নম্বর ব্লকের নগরীতে। এবং এই মেলা জেলার বুকে ব্রহ্মদৈত্য মেলা নামেই পরিচিত কয়েকশো বছর ধরে। কথিত আছে এখানে এসে কোনও কিছু মানত করলে তা পূরণ হয়।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এবং সেই মনস্কামনা পূরণ হলে সুপ্রাচীন প্রথা মেনে পুণ্যার্থীরা এসে বট গাছের তলায় মাটি দেন।
সৌভিক রায়
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।