East Medinipur News : লোকসভা ভোটের আগে জেলা জুড়ে পুলিশের একাধিক রদবদল

তমলুক : জেলা পুলিশের উচ্চ পর্যায়ের অফিসারদের রদবদল হল লোকসভা ভোটের আগে। লোকসভা ভোটের আগে পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে একাধিক পুলিশ আধিকারিকদের বদলির নির্দেশ এল। ২০২৪-এ লোকসভা ভোট। রাজনৈতিক মহল মনে করছে মার্চের শুরু থেকেই লোকসভা ভোটে দামামা বেজে যাবে। মাঝে শুধু ফেব্রুয়ারি মাস তার আগেই জেলা জুড়ে পুলিশের উচ্চ পর্যায়ের আধিকারিকদের বদল হল। পূর্ব মেদিনীপুর জেলায় পুলিশের বড় কর্তা বদল নিয়ে জোর চর্চা। যদিও পুলিশ সূত্রে খবর, এটি রুটিন বদলি।

জেলার পুলিশ কর্তা বদলের পাশাপাশি একাধিক শূন্যপদেও আধিকারিক আনা হয়েছে বলে জানা গিয়েছে। তিন বছর আগে তৈরি হয়েছিল অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) পদ। তবে এতদিন কেউ সেই পদে ছিলেন না বলেই জেলা পুলিশ প্রশাসন সূত্রে খবর। এবার সেই পদে আধিকারিকরা এলেন। এছাড়াও জেলা সদর অতিরিক্ত পুলিশ সুপার, হলদিয়া অতিরিক্ত পুলিশ সুপার, কাঁথি অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) পদেও নতুন আধিকারিক এসেছেন।

আরও পড়ুন :
শীতে পথ নিরাপত্তায় অভিনব উদ্যোগ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের

শিল্পতালুক হলদিয়াতে দায়িত্বে থাকামহকুমা পুলিশ আধিকারিক রাহুল পাণ্ডে গেলেন অতিরিক্ত পুলিশ সুপার হয়ে পূর্ব বর্ধমান জেলায়। তাঁর জায়গায় হলদিয়ার মহকুমা পুলিশ আধিকারিক এর দায়িত্ব পালন করবেন দার্জিলিং থেকে বদলি হয়ে আসা মনোরঞ্জন ঘোষ। অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক পদে আসছেন শ্যামলকুমার মণ্ডল (ডব্লুবিপিএস)। কাঁথির অতিরিক্ত পুলিশ সুপার মানব সিংলা যাওয়ার পর বেশ কিছুদিন এই পদ ফাঁকা ছিল। সেই পদে আসছেন শুভেন্দ্র কুমার (আইপিএস)। তিনি এর আগে শিলিগুড়ি কমিশনারেটে নিযুক্ত ছিলেন।

News18বাংলা


News18বাংলা

জেলা পুলিশের উচ্চ পর্যায়ের আধিকারিক বদল নিয়ে জোর চর্চা রাজনৈতিক মহলে। পুলিশ সূত্রে জানা যায় এটি রুটিন বদল। যাঁরা এই জেলায় তিন বছর ধরে পোস্টিং, নিয়ম মেনে পদ অনুসারে তাঁরা বদলি হচ্ছেন।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

পুলিশের রুটিন বদল হলেও, লোকসভা ভোটের আগে উচ্চপর্যায়ের পুলিশে আধিকারিক বদল নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের প্রধান বিরোধী দলের জেলা সংগঠনের সভাপতি।

সৈকত শী

নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।

Source link

0
0

Leave a Comment