Bankura News: রাস্তার মাঝে স্টার্ট নিচ্ছেনা! যাত্রীরা ঠেলে স্টার্ট করলেন বাঁকুড়ার বাস

বাঁকুড়া : কলকাতা থেকে বাঁকুড়া SBSTC বাসে ফিরছেন, বাঁকুড়া ডিপোর বাসে, তাহলে অবশ্যই সেটা বেশ লম্বা অভিযান। কলকাতা থেকে বাঁকুড়ার অভিমুখে বাস ছুটছে দ্রুতগতিতে, একটু দম নেওয়ার জন্য বাস দাঁড়াল শক্তিগড়। শক্তিগড়ের ল্যাংচা কিনে বাসে যখন উঠলেন তখন দেখছেন বাস আর স্টার্ট হচ্ছে না। জানতে পারলেন ব্যাটারির তার ছিঁড়ে যাওয়ায় বাস স্টার্ট নিচ্ছে না। অগত্যা বাসটাকে ঠেলে ঠেলে স্টার্ট করতে হল। এমন ঘটনাই সাম্প্রতিক ঘটেছে বাঁকুড়া ডিপোর একটি বাসের সঙ্গে। দুর্ভোগে পড়েছিলেন যাত্রীরা।

যাত্রীদের একাংশের মত, তারা নিয়মিত এই রুটে যাতায়ত করে থাকেন।বাঁকুড়াযাওয়ার SBSTC বাসে প্রায়শই লেগে থাকে এই ধরনের যান্ত্রিক গোলযোগের সমস্যা। ক্যামেরার সামনে ক্ষোভ উগরে দেন যাত্রীরা। যদিও বাঁকুড়ার SBSTC ডিপোতে ডিপো ইনচার্জের সঙ্গে কথা বলতে গেলে, তিনি সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে চাননি। তবে বার বার এই যান্ত্রিক গোলযোগ কেন হচ্ছে? এর দায় কার? বাঁকুড়া SBSTC ডিপোর বাসের যাত্রীরা সেই নিয়ে এখনও ধোঁয়াশায়।

আরও পড়ুন :
একেই বলে রিস্টার্ট! ষষ্ঠ প্রচেষ্টায় UPSC পরীক্ষায় দেশে সপ্তম জঙ্গলমহলের পার্থ

সূত্র মারফত জানা গেছে, SBSTC অনুসারে ২% এর কম যান্ত্রিক গোলযোগ সাধারণ বলেই ধরা হয় এবং বাঁকুড়া SBSTC ডিপোর বাসগুলির ক্ষেত্রে গোলযোগের সংখ্যা ২% এর নীচে। এছাড়াও বাঁকুড়া SBSTC বাস ডিপোতে ৬-১৪ বছর পুরানো কিছু বাস চলছে। সর্বশেষ ৬ বছর আগে বাঁকুড়া SBSTC ডিপোতে বাস এসেছিল অর্থাৎ বাঁকুড়া ডিপোর প্রতিটি বাসই ৬ বছরের বেশি পুরানো। তবে কি ধরনের রক্ষণাবেক্ষণ এবং কাজ চলছে সেই বিষয়ে বিশেষ কিছু জানা যায়নি।

News18বাংলা


News18বাংলা

রাস্তার হাম্প, নাকি দূরত্ব? বাঁকুড়া ডিপোর বাসগুলিতে কেন সমস্যা হচ্ছে বার বার। যাত্রীদের ভোগান্তির দায় কে নেবেন? কারণ বাঁকুড়া থেকে কলকাতার দূরত্ব কম নয়।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

চাকরির পরীক্ষা হোক কিংবা চিকিৎসা করাতে, কয়েক ঘণ্টার এই ধরনের সমস্যায়একটি মানুষের জীবন পাল্টে দিতে পারে।

নীলাঞ্জন ব্যানার্জী

নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।

Source link

0
0

Leave a Comment