পূর্ব বর্ধমান, কাটোয়া: বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রেমঘটিত কারণে বাড়ি ছাড়ার ঘটনা প্রায়শই সামনে আসে। তবে এ বার যা ঘটল, তা কিছুটা অবাক করার মতই ! বছর আঠারোর এক যুবকের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল বছর ৩৫ এর এক বিধবা মহিলার বিরুদ্ধে। এই ঘটনার কথা সামনে আসতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া এক নম্বর ব্লকের করজগ্রাম পঞ্চায়েত এলাকায়।
যুবকের পরিবার সূত্রে জানা গিয়েছে, গ্রামের বাসিন্দা বছর ১৮-এর ওই যুবকের সঙ্গে পার্শ্ববর্তী গ্রামের এক বিধবা মহিলার প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের সদস্যরা আরও জানিয়েছেন,গত ডিসেম্বর মাসের ১৫ তারিখ ভিন রাজ্য থেকে ফেরার পর বাড়ি থেকে বেরিয়ে যায় তাদের ছেলে। এর পর আর বাড়ি ফেরেনি সে। তাদের দাবি, পাশের গ্রামের বছর ৩৫-এর ওই বিধবা মহিলা প্রেমের নামে বছর আঠারোর ওই যুবককে টাকার প্রলোভন দেখিয়েছেন এবং যার জেরেই নাকি ওই মহিলার সঙ্গে ঘর ছেড়েছে এই যুবক।
ম্যাজিকের মতো কাজ করবে এক কোয়া রসুন!
নিখোঁজ যুবকের এক প্রতিবেশী বলেন ,শুনেছিলাম তাঁদের ছেলে পাশের গ্রামের একটা মেয়ের সঙ্গে চলে গিয়েছে । ছেলের সন্ধানে তাঁরা সকলে মেয়ের বাড়ি গিয়েছিলেন । তাঁরা বলেছিলেন তাঁদের ছেলেকে বের করে দিতে এবং মেয়েকেও বের করে দিতে, দু্’জনকেই নিয়ে যাবেন । কিন্তু মেয়ের বাড়ি থেকে বলছে ‘আমরা কিছু জানিই না।’ তবে তাঁরা খবর পেয়েছিলেন তাঁদের ছেলে দু’দিন আগে গ্রামে এসেছিল । অথচ তাঁরা ছেলেটাকে আনতে গিয়েছিলেন এখন খুঁজেই পাচ্ছেন না ।
অন্যদিকে,দীর্ঘ এক মাস যাবৎ বাড়ির ছেলে বাড়ি না ফেরায় দুশ্চিন্তায় পড়েছেন ওই যুবকের পরিবারের সদস্যরা। জানা গিয়েছে নিখোঁজ যুবকের বাড়ির সদস্যরা বারংবার ফোন করেও যোগাযোগ করতে পারেননি তাদের ছেলের সঙ্গে। পাশাপাশি অভিযুক্ত মহিলার ফোনও সুইচ অফ রয়েছে। একাধিক বার ফোন করেও পাওয়া যায়নি বছর ৩৫-এর ওই বিধবা মহিলাকেও। তাই ছেলের খোঁজে পরিবারের লোকজন পার্শ্ববর্তী গ্রামে ওই মহিলার বাড়িতে যায় । সেখানে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে, এমনটাই অভিযোগ উঠছে অভিযুক্ত মহিলার বাড়ির সদস্যদের বিরুদ্ধে। তাই বাধ্য হয়ে অবশেষে পুলিশের দ্বারস্থ হয়েছেন বছর ১৮-এর ওই যুবকের বাড়ির লোকেরা। ঘরের ছেলে ঘরে ফিরুক সেই আশাতেই এখন দিন গুনছে যুবকের পরিবার।
বনোয়ারীলাল চৌধুরী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।