পায়ে পড়ি বাঘ মামা !

প্রায় ৩ বছর পরে তার দেখা মিলল !, সোনালি রয়্যাল বেঙ্গল টাইগারের দাপিয়ে বেড়ানো ফের ক্যামেরাবন্দি হল অসমের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে।

মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা তাঁর এক্স-এ ওই সোনালী মর্ফড বাঘের স্থিরচিত্র ও ভিডিয়ো আপলোড করেছেন। বাঘমামা বলে কথা ! ছবিটি তোলেন বন্যপ্রাণ ফটোগ্রাফার গৌরব নারায়ণন। এই গোল্ডেন ফেনোটাইপ একটি বিরল অপ্রত্যাশিত বৈশিষ্ট্য এবং বর্তমানে ন্যাশনাল সেন্টার ফর বায়োলজিক্যাল সায়েন্সেস-এর বিজ্ঞানী অধ্যাপক উমা রামকৃষ্ণাণ এবং তাঁর দল নন-ইনভেসিভ স্ক্যাট স্যাম্পলিং এবং ডিএনএ ম্যাপিংয়ের মাধ্যমে বাঘের রং বদল নিয়ে গবেষণা করছেন।

বলা বাহুল্য, ভি আই পি ডোরাকাটাই বটে ! তাই আগেভাগেই পায়ে পড়ি বলে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ!

0
0

Leave a Comment