ইনস্টাগ্রাম এ একটা পোস্ট ৫ কোটি! হ্যাঁ, স্রেফ একটা ছবি পোস্ট করলেই ওই টাকা। কারও দক্ষিণা প্রায় ৩ কোটি, কারও ১ কোটি! এরা এমনিতেই প্রভাবশালী, তার উপর তারা প্রভাবিত করেন কোটি কোটি আপামোরকে , আর সামাজিক মাধ্যমে এই প্রভাবশালীরা তার দক্ষিণা তো নেবেন ই । ইনস্টাগ্রাম এ দেশের প্রথম দশ প্রভাবশালী র তালিকাটা হয়তো খুব একটা অবাক করবে না, কিন্তু এই প্রথম দশে সাত জন ই নারী এটা নেহাত হেলাফেলার কথা নয়।
তবু এই দশে পুরুষ প্রতিনিধিত্ব ধরে রেখেছেন বিরাট কোহলি, “নমো” আর অক্ষয় কুমার। অবশ্য ২২ গজে যে দাপট কিং কোহলি দেখান ইনস্টাগ্রাম এও তার ওলোট পালোট হয়নি, এই দশের পয়লা নম্বরেই বিরাট কোহলির নাম। তার একটা পোস্ট এর দক্ষিণা ৫ কোটি। এবার এই দশের তালিকায় কয়েক জনের দক্ষিণা শুনুন, প্রিয়াঙ্কা চোপড়ার এক একটা পোস্ট এর দক্ষিণা ৩ কোটি ছুঁই ছুঁই ( পড়ুন ২ কোটি ৯৬ লক্ষ ) ।
‘গেহরাইয়া’ তে গভীরতা যাই হোক না কেন বা যতটুকুই বিতর্ক থাক বা কেন এবিষয়ে বিন্দুমাত্র বিতর্ক নেই যে এক একটা ইনস্টাগ্রাম পোস্ট এর জন্য দীপিকা পাড়ুকোন কত হাঁকেন? হ্যাঁ, ঠিকই শুনছেন, পাক্কা এক কোটি । গুঞ্জন ইতিমধ্যেই নাকি দীপিকার পোস্ট বাবদ আয় ১০০ কোটি ছাপিয়ে গেছে। আর প্রথম দশের তালিকায় থাকা নেহা কক্কার, শ্রদ্ধা কাপুর, কাটরিনা কাইফ, আলিয়া ভট্ট বা জ্যাকেলিন ফার্নান্দেজ এর কথা ছেড়েই দিলাম।
প্রথম দশেই সাত নারী। বিরাটের সিংহাসন কতটা পোক্ত তা আগামীদিনের জল্পনা তবে এখনকার হিসেবে মেয়ে রা সাত কদম এগিয়ে।আর একটা কথা, বিগ বচ্চন কিন্তু এই নারী ব্রিগেডের চেয়ে বেশ কয়েক কদম পিছিয়ে। যদিও সম্প্রতি আলিয়া ভট্ট র বলছেন, ” সোশাল মিডিয়া মরীচিকার মতো, বিভ্রান্তি ছড়ায়, এখানে পাওয়া ভালোবাসা বা ঘৃণা কোনওটাকেই গুরুত্ব দেই না ” বেশ টা না হয় হলো, না হয় মেনেই নিলাম, কিন্তু পোস্ট প্রতি কড়কড়ে বস্তু টি যখন হাতে আসে তখন নিশ্চয়ই এতটা উদাসীন থাকেন না, তাই না ?
কিন্তু নারী ব্রিগেডের মশাল জ্বালিয়ে পরিতৃপ্তির হাসিটা কিন্তু পরিশেষে সেই মে য়েদের ঠোঁটেই।