দক্ষিণে দূর্বার লা-জবাব লিপিকা

 

 

ঢেঁকি নাকি স্বর্গে গেলেও ধান…. পুরোটা বলার কোনও দরকার নেই, গড়পড়তা বাঙালির এই বাক্য মুখস্থ, তাই না?
স্বর্গ, চাঁদ এসব ছেড়ে কোনও বঙ্গললনা যদি বারুইপুর-সোনারপুর থেকে দক্ষিণে বেঙ্গালুরুতে গিয়েও তার প্রতিভার স্বাক্ষর রাখে তাহলে বিস্ময়ের কী আছে ! ২০০১ এ বিয়ের পর পাড়ি মুম্বাইতে, তারপর গোয়া মাঝে বেঙ্গালুরু ঘুরে আবার থিতু হয়েছেন টিপু সুলতানের সাম্রাজ্যের অদূরে ফের বেঙ্গালুরুতেই। নাম টা এবার বলে নেই, লিপিকা দেবনাথ।

ছবিটা দেখে আপনারাই বুঝে নিন, ততদিনে সন্তানের জননী, পুত্র এখন তৃতীয় বর্ষের ছাত্র, লিপিকার শর্ত বয়স কোনও ভাবেই বলা যাবে না, অক্ষরে অক্ষরে মানতে হবে, নাহলে বিপদ আছে ।
স্কুলের গণ্ডি থেকেই ক্রিকেটের ভক্ত, মায় পাড়ায় মাঠে ঘাটে ক্রিকেট খেলতেও দেখা যেত লিপিকাকে। যদিও শুভ পরিণয় এক ফুটবলার এর সঙ্গে ! তারপরই প্রথমে পশ্চিম থেকে দক্ষিণে পাড়ি দেওয়া ।
নেহাতই অল্প বয়সে মাতৃত্ব, নানা কারণ থাকা সত্বেও লিপিকার ইচ্ছাশক্তি কার্যত অদম্য ! মুম্বাই তে থাকতে থাকতেই শরীর চর্চা , জিম, নানা কসরতে নিজেকে তৈরি করার বা শারীরিক গঠন কে ধরে রাখার সেই যে নেশায় বুঁদ হলেন তারপর একের পর এক কোর্স, ফিটনেস, যোগ, স্পোর্টস মেডিসিন এর ( এন এ এস এম ) সার্টিফিকেট, জুম্বা, অ্যারোবিক্স, ফিজিও থেরাপি তে একের পর এক কোর্স, বাদ রাখেননি বিউটিশিয়ান হতেও ! বসে থাকার পাত্রী উনি নন তা বিস্তর মালুম হয়েছিল বাপের বাড়ি, শ্বশুর বাড়ির সকলের, টুকটাক আপত্তি হয়তো ছিলও। কিন্তূ একটা জায়গা থেকে সবসময উৎসাহ ও সমর্থন পেয়েছেন তা হলো , স্বামীর সাহচর্য। আজও তা অটুট বলা বাহুল্য।

ডিভিডেন্ড আসলো তারও বেশ কিছুটা পর। একটু ফ্ল্যাশব্যাক। সালটা সম্ভবত ২০১৭ , তামিলনাড়ু সরকার বা আরও পরিষ্কার করে বললে এন এফ ডি সি – র একটা তথ্যচিত্র তে অভিনয়ের ডাক এলো । সেরাজ্যে জল সমস্যা নিয়ে স্বল্প দৈর্ঘ্যের ছবি, মোড় ঘুরল সেখান থেকেই । ততদিনে বেঙ্গালুরুতে লিপিকার নিজের তৈরি ফিটনেস স্টুডিও , ” অলিভিয়া ফিট ” বেশ জনপ্রিয় ! কিন্তু লিপিকার কৌটোবন্দি প্রতিভা ততক্ষণে ঢাকনা খুলে বেরিয়ে পড়েছে ! আর থামায় কার সাধ্য।

পর্দায় আত্মপ্রকাশের পর বেশ কিছু মডেলিং এর অফার বা প্রস্তাব যাই বলুন না কেন ! দক্ষিণের এজেন্ট দের কাছেও ততক্ষণে ঘোরাফেরা করছে লিপিকার সুঠাম ভাইটাল স্ট্যাট , প্রায় সাড়ে পাঁচ ফুটের শরীরে ৩৪ / ৩২ / ৩৮ এর মাপঝোঁক যেকোনো মেয়ের কাছে ঈর্ষণীয় তো বটেই ! তার উপর আবার বঙ্গললনা ! বছর পঁচিশের মেয়েদেরও টেক্কা দিতে এই ভাইটাল স্ট্যাটই যথেষ্ট ! অতএব আর ফিরে তাকানোর ফুরসৎ ছিল না লিপিকার ।


এরপর সেখানকার জনপ্রিয় রিয়ালিটি শো ” মিসেস বলিউডের ‘ চতুর্থ সেগমেন্টর মুকুট মাথায় ! অনেকটা ” বিগ বসের ” মতো রিয়ালিটি শো আর কী !

অভিনয়ের ঝোঁক টা ছিলই, এবার অতি সম্প্রতি, বলা চলে ২০২৩ এ আর একটা দরজা খুলে গেল লিপিকার ! ” আমৃতদারে ” কন্নড় টেলিভিশন ধারাবাহিকে অভিনয় নজর টানল বহু লোকের । এরপরেরটা আরও চমকপ্রদ ! হ্যাঁ, ইতিমধ্যেই রুপোলি পর্দায় অফার। এখনও অবশ্য চূড়ান্ত হয়নি ! তাতেও অবশ্য বিস্তর টুইস্ট ! ২৪ ঘণ্টা আগের কথা বলতে গিয়ে লিপিকার মুখে লাজুক হাসি, তার কথায়, ” আরে বলবেন না, এক চিত্র পরিচালক আমায় ডেকেছিলেন, বোধহয় তার মাথায় ছিল নায়িকার মায়ের রোল টা আমায় দিয়ে করবেন , আমায় সামনে দেখে উনি অবাক ! আমাকে তো এত বয়স্ক লাগে না? তাহলে অন্য কোনও ভূমিকায় আমার জন্য ভাবছেন বলে জানিয়েও দিলেন ! ” হাসি থামেনা লিপিকার ! ২৪ থেকে ২৭ এর মেয়েদেরও টেক্কা দিতে পারেন এই বঙ্গতনয়া ! এবার চোখেমুখে প্রত্যয় ঝরে পড়ছে লিপিকার , তাহলে ভাষা কি কোনও সমস্যাই নয় ? আরও প্রত্যয়ী এই বঙ্গললনা, ” একেবারেই নয় ! দক্ষিণে এসেও মানিয়ে তো নিয়েছি বলুন ! ”

আরও বড়ো একটা কর্মকাণ্ডে দেখা পারে এই বঙ্গতনয়া কে । হয়তো সবচেয়ে সাহসী পদক্ষেপ ! সেই কারণেই বড়ো , হতে পারে ডিজিটাল মাধ্যমে কিন্তু কাজটা চ্যালেঞ্জিং সেটা বিলক্ষণ জানেন লিপিকা ! বেশি খোলসা এখনই না করে এটুকু আভাস দেওয়া যায় কাজটা রূপান্তরকামীদের সঙ্গে ! হয়তো এরকম কিছু একটাই মোড় ঘুরিয়ে দেবে লিপিকার ! বলা বাহুল্য যে দূর্বার গতিতে লিপিকা এগোচ্ছেন তাতে অনন্য কিছু একটা আশা করা যেতেই পারে, আর সেই কারণেই তো এই বঙ্গতনয়া চিরাচরিত বা বাঁধাগতের নন, তাই লিপিকা কে বলাই চলে, ” অন্য অনন্যা! “

1
0

Leave a Comment