দমদমে দমদার কলস যাত্রা : রাম, সীতা, লক্ষণ কে নিয়ে গদাধারী হনুমান !

 

সোমবার রামনগরী অযোধ্যায় রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে গোটা দেশ মেতেছে উৎসবে। পিছিয়ে নেই এই রাজ্য। গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে রাম বন্দনা। তারই অংশ হিসেবে এদিন সকালে দমদম হনুমান মন্দির থেকে দমদম পার্ক পর্যন্ত এক কলস যাত্রার আয়োজন করা হয়। বিজেপি নেতা পীযূষ কানোরিয়ার নেতৃত্বে এই যাত্রা দমদম হনুমান মন্দির থেকে শুরু হয় দমদম রোড নাগেরবাজার হয়ে যশোর রোড ধরে পৌছায় দমদম পার্কে।মিছিলে অংশ দেন কামদুনির দুই প্রতিবাদী মুখ মৌসুমী ও টুম্পা। এছাড়াও যাত্রায় কলস ও পতাকা হাতে নিয়ে অংশ নেয় কয়েকশো মহিলা ও পুরুষ। তাদের এই কলস যাত্রায় অংশ নেয় রাম, লক্ষণ ও সীতা। সাথে গদা হাতে হনুমান। ঘোড়ার গাড়ি চেপে ভক্তদের সঙ্গে কলস যাত্রায় অংশ নেয় তারা।

0
0

Leave a Comment