দ্য উইন্ড ডিজিটাল ডেস্ক : রাত পোহালেই সোমবার অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। একেবারে তিথি নক্ষত্র মেনে হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। কী ভাবে এই প্রতিবেদনে আমরা তাই আলোচনা করবো বিস্তারিত ভাবে। জানেন কী রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্য ধার্য হয়েছে মাত্র ৮৪ সেকেন্ড সময়। হ্যাঁ ঠিকই পড়ছেন ৮৪ সেকেন্ড। সোমবার মৃগশিরা নক্ষত্রে রামলালার প্রাণপ্রতিষ্ঠা হবে। সোমবার মৃগশিরা নক্ষত্রের শুভ সংযোগ থাকবে। হিন্দু রীতি মেনে যে কোন কাজের জন্য তিথি নক্ষত্রের গভীর প্রভাব থাকে।
রামলালার বিরাজমানের সময়ে চর রাশির মেষ লগ্ন পূর্ব আকাশে উদিত হবে। মাত্র ৮৪ সেকেন্ডের এই সময়টাতেই হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাণ প্রতিষ্ঠার মূল অনুষ্ঠানে পূজায় অংশ নেবেন। পুজোর পর শপথ নেবেন প্রধানমন্ত্রী। মন্দিরের গর্ভগৃহে হবে ” অক্ষত পূজা “।
৮৩ বছরের প্রবীণ আচার্য সত্যেন্দ্র দাস হলেন অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত। ১৯৯২ সালেই রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত হিসেবে নিযুক্ত করা হয়েছিল তাঁকে। সোমবারও প্রাণ প্রতিষ্ঠার দিন তিনিই প্রধান পুরোহিত হিসেবে উপস্থিত থাকবেন।
অযোধ্যার রামমন্দির কে ২০০০ কুইন্টাল ফুল দিয়ে সাজানো হচ্ছে। ২২ জানুয়ারি অত্রি, মন্ত্র জপ ও বিশেষ পূজার আয়োজন করা হবে। পুজোর পর ভক্তদের জন্য প্রসাদ ও লঙ্গরও পাওয়া যাবে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে রামলীলার মূর্তি।
গোটা অযোধ্যাকে নিশ্ছিদ্র নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে। নিরাপত্তা কর্মীদের পাশাপাশি এনএসজি এবং এসপিজিও কমান্ডও মোতায়েন রয়েছেন। কেন্দ্র থেকে রাজ্য পর্যন্ত ২৫ হাজারের বেশি পুলিশ ক্যাম্প করা হয়েছে অযোধ্যায়।
অন্যদিকে আফ্রিকান-আমেরিকান অভিনেত্রী এবং হলিউড গায়িকা মেরি মিলবেন বলেছেন তিনি রামলার প্রাণ প্রতিষ্টা সম্পর দীপাবলির মতোই অনুভব করছেন।