চারেই কেল্লাফতে! পাঙ্গা নিতে প্রস্তুত ভারত !

দ্য উইন্ড ডিজিটাল ডেস্ক : গোটা বিশ্ব জুড়ে সেরা সামরিক শক্তি কোন দেশের জানেন? প্রশ্নের উত্তরে বিশেষ মারপ্যাঁচ নেই । এই তালিকায় অবশ্যই শীর্ষে আছে মার্কিন যুক্তরাষ্ট্র।

সামরিক শক্তির নিরিখে বিশ্বের কোন দেশ, কোথায় দাঁড়িয়ে আছে, তার তালিকা প্রকাশ করা হয়েছে সম্প্রতি । ‘গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স’ বা জিএফপি প্রতিবছর এই তালিকা প্রকাশ করে থাকে। যাতে থাকে সামরিক শক্তিধর বিশ্বের সেরা ১০ টি দেশের নাম।

জানানো হয়েছে, সবথেকে শক্তিশালী দেশ আমেরিকা । তারপরেই রয়েছে রাশিয়া । ভারত কত নম্বরে জানেন ? ভারত রয়েছে চার নম্বরে। ভারতের ঘাড়েই নিশ্বাস ফেলছে চিন। জিনপিংয়ের দেশ আছে তিন নম্বরে।

উল্লেখ্য, দুই বছর আগে ‘আল্টিমেট মিলিটারি স্ট্রেংথ ইনডেক্স’ বা ‘প্রকৃত সামরিক শক্তি সূচক’ -এও ভারত চতুর্থ স্থানেই ছিল। কম বড় কথা নয় ! বলা যেতেই পারে, পাঙ্গা নিতে প্রস্তুত ভারত।

জানা গিয়েছে, সেনার সংখ্যা, সমরাস্ত্র এবং সামরিক সরঞ্জামের মান ও পরিমাণ, উৎকর্ষ,কৌশলগত অবস্থান এমনকি, সংশ্লিষ্ট দেশের আর্থিক হাল বিশ্লেষণ করে তালিকা তৈরি হয়। তবে মজার বিষয় হল পরমাণু শক্তিধর দেশ ফ্রান্স কিন্তু এই তালিকায় স্থান পায়নি!

0
0

Leave a Comment