প্রকাশ্যে এলো রামলালার মূর্তি, কেমন দেখতে? চলুন দেখা যাক

দ্য উইন্ড ডিজিটাল ডেস্ক : আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। গোটা দেশের ফোকাস এখন তাই অযোধ্যায়। ইতিমধ্যেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এল ” রামলালার ” মূর্তি।

৫ বছরের বালক রামের আদলে মূর্তি তৈরি হয়েছে। দাঁড়িয়ে থাকা মূর্তির এক হাতে সোনার ধনুক আরেক হাতে তীর। ৫১ ইঞ্চের এই মূর্তি তৈরি হয়েছে সম্পূর্ণ কালো পাথর দিয়ে।

গর্ভগৃহের ভিতরে মূর্তি স্থাপনের ছবি প্রকাশ করা হয়েছিল আগেই শুক্রবার প্রকাশ্যে এল সম্পূর্ণ রূপ। সম্পূর্ণ কালো পাথর তৈরি হয়েছে এই মূর্তি।

0
0

Leave a Comment