Digha Tour: দিঘায় ট্যুরিস্টদের সামনে নতুন ভিলেন মশা! পর্যটকদের ফের টানতে কী ‘কামান দাগছে’ প্রশাসন

দিঘা: দিঘায় ঘুরতে যাওয়া ক্যানসেল করলেন, কারণ কী? হ্যাঁ মশা! তাও আবার হয় নাকি৷ এমনটাই হচ্ছে৷  দিঘায় মশার উপদ্রব! সন্ধের পর সৈকত সরণীতে বসে সমুদ্র উপভোগ করা দায় হয়েছে পর্যটকের,কারণ মশার কামড়। মশার অত্যাচারে নাজেহাল অবস্থা পর্যটকদের। তাই এবার দিঘায় মশা তাড়াতে উঠে পড়ে লাগল দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ।

রাজ্য তথা জেলার গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র দিঘা। বাঙালির কাছে এক নস্টালজিয়া আবেগ দিঘা। তাই কাজের মাঝে সুযোগ পেলেই দিঘা ঘুরে আসেন না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু দিঘায় গিয়েও শান্তি নেই। দিঘায় মশার ঠেলায় প্রাণ ওষ্ঠাগত। সমুদ্র মানেই বাঙালিদের প্রথম প্রেম দিঘা। বর্তমান রাজ্য সরকারের বহুমুখী পরিকল্পনায় সেজেগুজে সৈকত নগরীর ব্র্যান্ডভ্যালু এখন আন্তর্জাতিক।

আরও পড়ুন – 
Hot Photo: মাথার ওপর অঝোর ধারায় জল! শরীর চুঁইয়ে পড়ছে, যৌবন মাখা এ কোন দিশা

বছরের ১২ মাসই এখানে পর্যটকদের ভিড় লেগে থাকে এখন। দিঘাতে পর্যটক এর কাছে আরও মোহময়ী করে তুলতে একাধিক কর্মযজ্ঞ চলছে দিঘায়।

একদিকে দ্রুতগতিতে কাজ চলছে জগন্নাথ মন্দির নির্মাণ, অন্যদিকে ওল্ড দিঘা থেকে নিউ দিঘায় বিভিন্ন পার্ক সংস্কারের পাশাপাশি নিউ দিঘায় তৈরি হবে বিশ্ব বাংলা পার্ক। ইয়াস পরবর্তী সময়ে দিঘার ব্যান্ড ভ্যালু যেমন বেড়েছে তেমনইবেড়েছে পর্যটকদের আনাগোনা। তবে এবার দিঘায় নতুন সমস্যা হয়ে দাঁড়িয়েছে মশা। দিঘায় মশার উপদ্রব কেন? জানা যায় ঝাঁ চকচকে রাস্তা, পথবাতি, অডিও ভিজ্যুয়াল সাউন্ড সিস্টেম, পার্ক সহ বিনোদনের একাধিক উন্নয়ন মূলক কাজ হলেও দিঘায় ড্রেন নিয়ে সমস্যার কথা জানিয়েছেন বহু মানুষ। ড্রেনের কারণে জল অবরুদ্ধ হয়ে পড়ছে আর জমা জলে বাড়ছে মশার সংসার। ফলে দিঘায় মশার অত্যাচারে অতিষ্ঠ পর্যটকেরা। গোধূলি বেলায় সৈকত সরণীতে দাঁড়িয়ে প্রিয়জনের হাতে হাত রেখে সমুদ্র উপভোগ করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে মশা।

আরও পড়ুন – 
Ayodhya Ram Mandir: ১০ কোটি টাকা, আড়াই কেজি সোনায় মোড়া হবে রামের ধনুক, কারা দেবেন এই মহান দান

পর্যটকদের থেকে অভিযোগ পাওয়ার পরেই মশা তাড়াতে উদ্যোগী হয়েছে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। দিঘার বিভিন্ন ড্রেনগুলিতে মশা মারার তেল স্প্রে করার কাজ চলছে। এর পাশাপাশি ড্রেনগুলিতে জল যাতে না জমতে পারে তার জন্য ড্রেন পরিষ্কারের ও কাজ শুরু হয়েছে। প্রসঙ্গত প্রশাসন দিঘাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে একাধিক উদ্যোগ নিয়েছে। দিঘাকে পরিষ্কার রাখতে সাহায্য করছে পর্যটকেরাও। এবার মশা মারতে বাড়তি ব্যবস্থা নিয়েছে প্রশাসন। এ বিষয়ে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের এক্সিকিউটিভ অফিসার সৈকত হাজরা জানান, ‘দিঘায় মশার উপদ্রব বিষয়টি আমাদের নজরে এসেছে। দিঘার ট্রেন গুলিতে যাতে জল না জমে সেই ব্যবস্থা করা হচ্ছে। এমনকি ড্রেনগুলিতে মশার লার্ভা মারার তেল স্প্রে করা হচ্ছে।

সব মিলিয়ে মশার উপদ্রব থেকে পর্যটকদের মুক্তি দিতে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’ বিকেলের পর সমুদ্রের রূপ সৌন্দর্য উপভোগ করতে কার্যত পর্যটকদের বাধা সৃষ্টি করেছে মশা। মশার কামড়ের চোটে সন্ধ্যের পর সৈকত সরণীতে যেতে ভয় পাচ্ছে পর্যটকেরা। তাই এবার মশা মারতে উদ্যোগী হল প্রশাসন।

Saikat Shee

নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।

Source link

0
0

Leave a Comment