Hooghly News: সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল! অবাধে চলছে সরকারি স্কুলে বেতন বৃদ্ধি

হুগলি: সরকারি নির্দেশিকা বুড়ো আঙুল দেখিয়ে সরকারি স্কুলের চলছে অতিরিক্ত বেতন বৃদ্ধি। এমনই ঘটনায় শোরগোল হুগলির কোন্নগরের নবগ্রাম বিদ্যাপীঠ স্কুলে। যেখানে সরকারি নির্দেশিকা অনুযায়ী বেতন ২৪০ টাকা করা হয়েছে সেখানে বেতন নেওয়া হচ্ছে ১২০০ টাকা। এমনই অভিযোগ তুলে স্কুলের গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন এসএফআইয়ের কর্মীরা ও স্কুলের ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা।

বাম ছাত্র যুবদের দাবি, স্কুল কোনরকম কোনো রকম পাকা রশিদ ছাড়াই ছাত্রদের থেকে অতিরিক্ত বেতন নেওয়া হচ্ছে । নায্য বেতন নেওয়ার দাবিতে স্কুল কর্তৃপক্ষকে একটি ডেপুটেশনও দেন এসএফআই কর্মীরা। তাদের দাবি যেখানে সরকার থেকে ২৪০ টাকা করে বেতন বেঁধে দেওয়া হয়েছে সেখানে কেন ছাত্রদের ভর্তির জন্য এত বেশি টাকা করে নেয়া হবে। এবং যদি নেওয়া হয়েও থাকে তাহলে সেই বিলে কোনো রকম শিলমোহর থাকবেনা কেন? তাদের অভিযোগ ডেভেলপমেন্ট ফান্ডের টাকা ছাত্রদের থেকে নেওয়া হবে কেন এর জন্য সরকার থেকে আলাদা করে ফান্ড দেওয়া হয়।

স্কুলের এক ছাত্রের অভিভাবক তিনি জানান, মাইনের বিলের ২৪০ টাকা নেওয়ার পরেও ডেভেলপমেন্ট ফ্রিজ বাবদ ৪০০ টাকা সরস্বতী পূজোর চাঁদা বাবদ ১০০ টাকা জেনারেটরের খরচ বাবদ ১০০ টাকা ও আনুষাঙ্গিক খরচ বাবদ মোট বারোশো টাকার বেতন নিচ্ছে স্কুল। যেখানে সরকারি স্কুলে কম খরচের জন্য অভিভাবকরা নিয়ে আসেন সেখানে এইরকম ভাবে বেতন বৃদ্ধিতে সমস্যায় পড়েছেন তারা।

আরও পড়ুনঃ Tech News: চুরি বা হারিয়ে যাওয়া স্মার্ট ফোনের খোঁজ পাবেন ঘরে বসেই! করতে হবে এই ছোট্ট কাজ

এই বিষয়ে বাম ছাত্র যুব সংগঠনের হুগলি জেলার সম্পাদক অর্ণব দাস বলেন,”২২০ টাকা বেতন হওয়ার সরকারি নির্দেশিকার থাকার পরেও স্কুলগুলি অভিভাবকদের থেকে ৮০০ টাকা বেশি নিচ্ছে। সেই টাকা পুরোটাই বেআইনি বলে তার অভিযোগ। যদিও এ বিষয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চাইনি স্কুল কর্তৃপক্ষ।”

রাহী হালদার

নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।

Source link

0
0

Leave a Comment