ফুলিয়া: সারা ভারত মূর্তি এবং ভাস্কর্যের প্রতিযোগিতায় দেশের মধ্যে প্রথম ফুলিয়ার ছাত্র তন্ময়। পশ্চিমবঙ্গ কলা উৎসবে মূর্তি এবং ভাস্কর্যের প্রতিযোগিতায় রাজ্যের মধ্যে প্রথম হয়েছিল ফুলিয়ার দ্বাদশ শ্রেণীর ছাত্র তন্ময় চৌধুরী। এবার ভারতের মধ্যেও প্রথম হল সে। সম্প্রতি চার দিনব্যাপী দিল্লিতে হওয়া এক সরকারি অনুষ্ঠানে এমনই ঘোষণা করা হয় ।
ফুলিয়া শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয় এর দ্বাদশ শ্রেণীর ছাত্র তন্ময় ছোটবেলা থেকেই অভাব এবং আর্থিক অনটন দেখেই বড় হয়েছে। বাবার চোখের রেটিনা শুকিয়ে যাওয়ার কারণে ঠিকমত চোখে দেখতে পারেনা। অন্যের কারখানায় সুতোর রঙের কাজ করেন তিনি। তবে কথাই বলে ইচ্ছে থাকলে উপায় হয়, সেই কারণেই শত বাধা-বিপত্তির মাঝেও ছোটবেলা থেকে মূর্তি এবং ভাস্কর্য বানানো শিখতে শিখতেই দ্বাদশ শ্রেণীর যুবক তন্ময় বর্তমানে জেলারাজ্য ও দেশেরমধ্যে প্রথম হয়ে নাম উজ্জ্বল করেছে পরিবারসহ গোটা এলাকার।
আরও পড়ুন: পথ নিরাপত্তার প্রচারে পথে প্রাথমিকের কচিকাঁচা! নিয়ম ভেঙে লজ্জিত আরোহীরা
তন্ময় জানায়, ছোটবেলা থেকেই তার বিভিন্ন মূর্তি এবং ভাস্কর্য যারা বানাতেন তাদের দেখে আগ্রহ বাড়তে থাকে। তবে আর্থিক অভাব অনটনের কারণে বাড়িতে এসে কথা মুখ ফুটে বলতে পারেনি কখনও। এরপর কোনরকম প্রশিক্ষক ছাড়াই নিজে নিজেই কিছুটা অভিজ্ঞদের দেখে এবং বাকিটা নিজের ক্ষমতার বলেই ধীরে ধীরে সে শিখেছে এই কাজ। স্কুল এবং টিউশন এর পাশাপাশি মনোযোগ সহকারে সে নিজের কারিগরি বিদ্যাকে প্রতিনিয়ত অনুশীলনের দ্বারা করে তুলছে আরও ধারালো।
আরও পড়ুন: ফুলিয়ার টাঙ্গাইল পেল জিআই ট্যাগ, এই শাড়ির দাম কত জানেন?
তবে তার এই সফলতার পেছনে তার বাবা-মায়ের ভূমিকাও অনস্বীকার্য। শত দারিদ্রতার মাঝেও ছেলের এই প্রতিভা গুন দেখে বেশ কিছু প্রতিবেশীদের কথাতেই মাস ছয়েক আগে ছেলের জন্য রেখেছেন একজন প্রশিক্ষক। যাতে ভবিষ্যতে তাদের ছেলে শুধু ফুলিয়া নয় নাম উজ্জ্বল করতে পারে সমগ্র দেশের।এদিন ভারত সেরা এই খেতাব জয় করার পর সমগ্র ফুলিয়া বাসী তাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে বাজনা সহ রেলওয়ে স্টেশনে প্রতীক্ষারতা থাকে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
ট্রেন থেকে নামতেই তার গলায় মালা পরিয়ে তাকে বিজয় উল্লাস সহ নিজগৃহে নিয়ে আসে।
Mainak Debnath
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।