বসিরহাট: সকাল তখন সাড়ে দশটা, শীতের সকাল ঘন কুয়াশায় আবৃত। হঠাৎ স্কুলের ছাত্র-ছাত্রীরা রাস্তায় গাড়ি আটকাচ্ছেন! কারণ কি! কারণ জানলে অবাক হবেন। মাথায় হেলমেট নেই কুয়াশার দাপট আছে তবুও জোরে বাইক চালাচ্ছেন আবার কেউ বা কানে এয়ারপ্লাগ লাগিয়ে বাইক চালাচ্ছেন। এমন চালকদের দাঁড় করিয়ে রীতিমতো সচেতনতার পাঠ দিচ্ছেন স্কুলের ছাত্র-ছাত্রীরা।
কখনও বেপরোয়া ভাবে ছুটে আসা বাইক পোস্টে ধাক্কা মেরে অথবা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ছে রাস্তার পাশের ঝুপড়ি কিংবা নয়ানজুলীতে। কখনও ট্রাকের ধাক্কায় ভ্যান থেকে ছিটকে পড়ে মারা যাচ্ছে মানুষ। কখনও বাইক আরোহীর দেহের উপর দিয়ে চলে যাচ্ছে ট্রাক। অটো ও ছোট গাড়ির মুখোমুখি ধাক্কা লাগছে। সড়ক পথে দুর্ঘটনার হিড়িক যেন লেগেই আছে। পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়াতে উদ্যোগী হয়েছে পুলিশ। তবুও আম জনতা থেকে চালকদের কোন ভ্রুক্ষেপ নেই।
আরও পড়ুন:
এক গ্লাস দুধ ও রুপোর আংটি দিয়ে শনিবার রাতে করুন এই কাজ! রাতারাতি ভাগ্য বদল! জানুন জ্যোতিষ-বিদের মত
সম্প্রতি সময়ে বসিরহাট মহাকুমার বিভিন্ন এলাকায় পথ দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুও ঘটেছে। জখম হয়েছেন অনেকজন। তবে এবার গাড়ি চালকদের সচেতন করতে টাকি রোডে পথ নাটিকার মাধ্যমে সচেতন করতে দেখা গেল উত্তর ২৪ পরগণার বসিরহাটের বেলের ধান্যকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের।
আরও পড়ুন:
আপনার বাচ্চা কী অল্পতেই মেজাজ হারাচ্ছে? বাচ্চার মন বোঝেন তো? না হলেই বিপদ! জানুন
যেখানে স্কুলের ছাত্রছাত্রীরা চালকদের সচেতন করেছেন পাশাপাশি পথনাটিকার মাধ্যমে বেপয়রাভাবে গাড়ি চালানোর ফলে পথ দুর্ঘটনায় শেষ পরিণতি ফুটিয়ে তোলা হলো। আর এই পথনাটিকা দেখতে কার্যত ভিড় লাগে যাত্রীসহ এলাকাবাসীদের। পুলিশ প্রশাসনের উদ্যোগে বরংবার সেফ ড্রাইভ সেফ লাইফ এর বার্তা দিয়ে সচেতন করলেও এখনো হুঁশ ফেরেনি অনেক চালকদের। স্কুল ছাত্র-ছাত্রীদের রাস্তায় নেমে সচেতনতার বার্তায় কি নতুন পথ দেখাতে পারবে!
জুলফিকার মোল্যা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।