নতুন তৈরি রাস্তা নিয়ে ক্ষুব্ধ গোঘাটের গ্রামবাসীরা

গোঘাট: গ্রামের পিচ রাস্তার পিচ হাত দিয়ে তুলে নিচ্ছে গ্রামবাসীরা। রাস্তার পিচ উঠে বেরিয়ে এসেছে ধুলা। হুগলির গোঘাটের ভাদুর গ্রাম পঞ্চায়েতের ভাদুর ভীমতলা হইতে বালিকাকুন্ড পর্যন্ত ৪.২৬ কিলোমিটার নতুন পিচ রাস্তা হচ্ছে। দিন তিনেক কাজ হতে না হতেই রাস্তার পিচ উঠে যাচ্ছে। গ্রামের মানুষজন হাতে করে নতুন তৈরি রাস্তা থেকে পিচ তুলে নিয়ে দেখাচ্ছেন। পাথর মেশানো পিচ রাস্তার চাঙর থেকেও ঝুরঝুর করে ভেঙে পড়ছে।জানা যায় গোঘাট ১ নং ব্লকের ভাদুড় বাঘারবার্ডে এই পিচ রাস্তাটি তৈরি করছে হুগলি জেলা পরিষদ।

আরও পড়ুন: মেলায় বিক্রি হল ৫০ কেজি ওজনের মাছ, কী এটি জানেন? মাছ-মেলায় শোরগোল

গ্রামবাসীদের অভিযোগ কাজ একদমই ঠিকঠাক হচ্ছে না। নতুন পিচ রাস্তার পিচ তিন দিন যেতে না যেতেই কিভাবে উঠে যায়। যতদূর কাজ হয়েছে সমস্ত রাস্তাটি ফুলে উঠেছে। এলাকার মানুষজন সেই ফুলে ওঠা পিচ তুলে দেখাচ্ছে। অন্যদিকে পঞ্চায়েত প্রধান সেরিফা বেগম জানান, বিষয়টি নাকি তার জানা নেই। যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে তাহলে প্রশাসনকে জানানো হবে।যদিও ঠিকাদার সংস্থার ম্যানেজার বক্তব্য পিচ জমতে সময় লাগবে। শীতের সময় আবহাওয়া একটু ঠান্ডা আছে তাই জমতে দেরি হচ্ছে। রাস্তাটি মেরামত করার আশ্বাস দিয়েছেন গ্রামবাসীকে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
প্রশ্ন উঠেছে গরম পিচ দিয়ে রাস্তা তৈরি হয় আর এই ঠান্ডার সময় আর কত টাইম লাগবে পিচ জমতে? নতুন রাস্তায় কিভাবে পিচ উঠে যায় তাহলে কি রাস্তার কাজের মান ঠিকঠাক আছে? যদিও অভিযোগ করছেন কাটমানির জন্যই পিচ উঠে যাচ্ছে।

Suvojit Ghosh

নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।

  • First Published :

Source link

0
0

Leave a Comment