বীরভূম : রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে নলহাটি হীরালাল ভকত কলেজে লাগানো ‘পলিউশন মনিটরিং স্টেশন’-এ মঙ্গলবার সকালে যে তথ্য ফুটে উঠেছে, তাতে এই উদ্বেগ বাড়তে বাধ্য। এ দিন ওই এলাকার বাতাসে ভাসমান সূক্ষ্ম দূষণকণার মাত্রা অত্যধিক এর থেকে বেশি ছিল। সকাল ১০টা ৫৫ নাগাদ বাতাসের গুণগত মান বা ‘এয়ার কোয়ালিটি ইন্ডেক্স’ রেকর্ড হয়েছে ২৫১। যা ‘অস্বাস্থ্যকর’ বলেই মনে করা হচ্ছে।
পরিবেশবিদের কথায়, মূলত পরিবেশ দূষণ, যেমন গাড়ি ও কলকারখানার ধোঁয়া, ধুলো, দাবানল, ফসলের অবিশষ্টাংশ (নাড়া) পোড়ানো,অত্যধিক এসি, কুলার সহ নানা কারণে সৃষ্টি হয় ক্ষুদ্রাতিক্ষুদ্র কণা। বাতাসে ভাসমান সেই কণাগুলিই দূষণকণা পিএম ২.৫ নামে পরিচিত। বিজ্ঞানের পরিভাষায় বলা হয় ‘পার্টিকুলেট ম্যাটার’। বিপদ ডেকে আনে এরাই। পরিবেশকর্মীরা জানাচ্ছেন, জেলার বাতাসে মাত্রাতিরিক্ত দূষণ কণার উপস্থিতি যথেষ্টই চিন্তার কারণ।
আরও পড়ুন :
“এ শুধু গানের দিন….,” বাউল গানের আখড়া চলে তিনদিন ধরে এই উৎসবে
হীরালাল ভকত কলেজ ছাড়াও নলহাটি পুরসভায় একই ধরনের মনিটার লাগিয়েছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্যদ। সেখানেও ছবিটা পাল্টায়নি রয়েছে একই। জানা যাচ্ছে, ২৪ ঘণ্টার মনিটরিং স্টেশন লাগানো হয়েছে ওই কলেজেরই করা একটি সমীক্ষার ভিত্তিতে। কলেজ সূত্রে জানা গিয়েছে, সেটি একেবারে প্রধান রাস্তার ধারে। এখানে পাথর শিল্পাঞ্চল রয়েছে। কলেজের মাটি-জল-বাতাস পরীক্ষা করার জন্য যে ডিজিটাল ল্যাবরেটরি আছে, তার সাহায্যে গত ফেব্রুয়ারিতে নলহাটি পুর-এলাকার ৬টি জায়গায় বাতাসের গুণগত মান নিয়ে সমীক্ষা চালায় কলেজের ভূগোল বিভাগ।
News18বাংলা
পরিবেশকর্মী সুভাষ দত্ত বলেন, ‘‘পাথর, বালি, কয়লা উত্তোলনের ভান্ডার বীরভূম। বেআইনি পাথর খাদান এবং হাজার হাজার ক্রাশার চলছে। খোলামুখ কয়লা খনিও আছে। কয়লা খনি গড়ার প্রস্তাবও রয়েছে। ফলে, দূষণের নিরিখে অগ্রগণ্য জেলাগুলির মধ্যেই রয়েছে বীরভূম।’’ তাঁর দাবি, যানবাহানের সংখ্যা অস্বাভাবিক বৃদ্ধি পাওয়া এবং সবুজ ধ্বংস করে বড় বড় শপিংমল বিল্ডিং তৈরি করা বাতাসে দূষণের অনুঘটক হিসাবে কাজ করছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
তাঁর কথায়, ‘‘যন্ত্র কেবল বাতাসের গুণমান যাচাই করতে পারে। কিন্তু, বাতাস বিশুদ্ধ করতে হলে প্রশাসনের সদিচ্ছা ও উপযুক্ত কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ দরকার।’’
সৌভিক রায়
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।